এপ্রিল ২৯, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর দরবেশপুরে প্রত্যাশার আলো’র উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরের নতুন দরবেশপুরে অলাভ জনক সামাজিক সংগঠন প্রত্যাশার আলো’র পক্ষ থেকে গ্রামের সুবিধাবঞ্চিত বৃদ্ধ নারী পুরুষদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান হয়।

রবিবার ২৩ মার্চ-২০২৫ বিকেলে নতুন দরবেশপুর গ্রামের পূর্বপাড়া ও মাদ্রাসা ঈদ উপহার বিতরণ করা হয়।  সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা মুফতি খাইরুল বাশার বলেন,মানুষের ঘুমন্ত নষ্ট হওয়া বিবেক ও অসুস্থ মনুষ্যত্ববোধ টাকে জাগ্রত করার সামান্যতম প্রয়াসে-প্রজন্ম প্রত্যাশা বিনির্মাণে আমরা, এই স্লোগান বুকে ধারণ করে ২০১৪ সাল থেকে প্রত্যাশার আলো সংগঠনটি গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় এই রমজানে তাদের মুখে হাসি ফোটাতে আমরা একটু ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলাম। নতুন দরবেশপুর যুব সংঘের সার্বিক সহযোগিতায় উপহার বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরজুল্লাহ রহমান বাবলু মাস্টার, দেওয়ান শফিকুল ইসলাম, এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সদস্য সচিব আকাশ ইসলাম ও সদস্য মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ