ঢাকাস্থ খিলগাঁও থানার অধিনে অবস্থিত দক্ষিণ বনশ্রীর ঐতিহ্যবাহি প্রতিক- রূপশ্রী আবাসিক এলাকার চেরি ভবনের এর উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ রমজান ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে প্রতিক-চেরি ভবন পরিচালনা কমিটির উদ্যোগে চেরি ভবন কমিউনিটি হলে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রতিক-চেরি ভবনের পরিচালনা কমিটির সভাপতি মল্লিক গোলাম রসুল উপস্থিত রোজাদার ও ভবনে বসবাসরত সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন পবিত্র মাহে রমজান আমাদের কে পারষ্পারিক ধৈর্য্য ও প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে সঠিক ধারনা প্রদান করেন। তিনি আরও বলেন রাসূলুল্লাহ (সা:) বলেছেন: যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় (বুখারি, মুসলিম)। তাছাড়া তিনি প্রতিক-চেরি ভবনে বসবাসরত সবাই যেনো শান্তি ও আরামে বসবাস করতে পারে সে ব্যাপারে আরো প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশাব্যক্ত করেন এবং পরিশেষে বলেন বিপদে আপদে আমরা সবাই একে অপরের পরষ্পর আত্বীয় হয়ে বসবাস করবো ইনশাল্লাহ।
প্রতিক রূপশ্রী জামে মসজিদের সম্মানিত খতিব উক্ত দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে ২৬শে মার্চ ভয়াল কালরাতে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং উপস্থিত রোজাদারকে কোরআন ও হাদিসের আলোকে প্রয়োজনিয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
বাদ আসর থেকে উক্ত দোয়া ও ইফতারের আয়োজন শুরু হয়। ইফতারে সম্মানিত সকল রোজাদারকে নিজ হাতে তৈরি স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করা হয়। উক্ত দোয়া ও ইফতারে প্রতিক-রূপশ্রী আবাসিক এরিয়ার সকল ভরনের সম্মানিত ভবন পরিচালনা কমিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিক-চেরি ভবনের পরিচালনা কমিটি ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরো বড়ো পরিসরে আয়োজন করবেন বলে আশা ব্যক্ত করেন।