এপ্রিল ২৯, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি পাসপোর্টে পুনরায় যুক্ত হলো ‘এক্সসেপ্ট ইসরাইল’ শর্ত

বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হলো বহুল আলোচিত ‘Except Israel’ (ইসরাইল ব্যতীত) শব্দ দুটি। রোববার (১৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

পাসপোর্টে এই নিষেধাজ্ঞার পুনর্বহালের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলেন-

“পাসপোর্টে ‘Except Israel’ শর্তটি পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।”

এর আগের দিন শনিবার, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ঘোষণাপত্রে বাংলাদেশের পাসপোর্টে ‘Except Israel’ শর্ত পুনঃস্থাপনের দাবি তোলা হয়।
এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই সরকারিভাবে তা কার্যকর করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হলো।

পাসপোর্টে এই শর্ত পুনঃস্থাপনের মাধ্যমে বাংলাদেশ তার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা বজায় রাখল, যেখানে ইসরাইলকে স্বীকৃতি না দেওয়ার নীতিগত অবস্থান পরিষ্কারভাবে প্রতিফলিত হয়।

এই বিভাগের সর্বশেষ