এপ্রিল ২৯, ২০২৫ ১:৫২ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই ঘণ্টার ব্যবধানে পাশাপাশি কবরে মা-ছেলে

কক্সবাজারের উখিয়ায় দুই ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু হয়েছে। তবে দুজনের জানাজা হয়েছে একসঙ্গে।

শুক্রবার উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের রুমখাঁ চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় জালাল উদ্দিন কাউছার বলেন, অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বাড়িতে ছিলেন নুরুল আলমের মা। শুক্রবার দুপুরে হঠাৎ বাড়িতে তার মৃত্যু হয়। ঠিক দুই ঘণ্টা পর নুরুলও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

ইউপি সদস্য রফিক আহমেদ বলেন, মাগরিবের নামাজের পর তাদের একসঙ্গে জানাজা হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। মাগরিবের পরপরই পাশাপাশি কবরে তাদের শায়িত করা হয়।

এই বিভাগের সর্বশেষ