সারা দেশের মতো নওগাঁর ধামইরহাটেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ৫টি কেন্দ্র—
🔸 চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
🔸 ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়
🔸 ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়
🔸 ধামইরহাট ছিদ্দিকিয়া ফাজিল মাদরাসা
🔸 জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ
—এ মোট পরীক্ষার্থী ছিলেন ২ হাজার ৯৫ জন, তবে অংশগ্রহণ করেছেন ২ হাজার ৮৪ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১১ জন শিক্ষার্থী।
ইউএনও জেসমিন আক্তার বলেন,
“সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষকরা দায়িত্বশীলভাবে তাদের দায়িত্ব পালন করছেন।”
প্রশাসনের কঠোর তদারকির পাশাপাশি কেন্দ্রগুলোতে ছিল নিরাপত্তা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিশেষ ব্যবস্থা। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সবাই।
এবার ধামইরহাটে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্যভাবে ভালো। উপস্থিতির হার প্রায় ৯৯.৪৭%, যা স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।