মেহেরপুর সদর উপজেলার আলমপুরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ইজিবাইক চালক। যাত্রী সেজে ইজিবাইকে উঠে চালক মো. শিপন আলীকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে ইজিবাইক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ছিনতাইয়ের এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোররাতে। আহত শিপন আলী মেহেরপুর শহরের নতুন পাড়ার বাসিন্দা এবং আবুল হাশেমের ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ভোরের দিকে মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৪ জন ব্যক্তি যাত্রী সেজে ইজিবাইকে ওঠেন। তারা গাংনী যাওয়ার কথা বলে চালকের সঙ্গে ২৫০ টাকায় ভাড়া চুক্তি করেন।
ইজিবাইকটি আলমপুরের ধোসার পাড়ার মাঝামাঝি পৌঁছালে হঠাৎ করে যাত্রীবেশী ছিনতাইকারীরা চালক শিপনকে ছুরিকাঘাত করে। এরপর তাকে রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভোরের নামাজ শেষে বাড়ি ফেরা স্থানীয় কয়েকজন পথচারী রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় শিপনকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।