এপ্রিল ২৯, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০, ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টায় ডাকঘর নিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।

তিনি বলেন, ইফতার অনুষ্ঠান ঘিরে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকেল ৫টায় শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চলবে রাত ১০টা পর্যন্ত। পরিস্থিতি আবারও উত্তপ্ত হলে ১৪৪ ধারা জারির সময় আরও বাড়ানো হবে।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০, ১৪৪ ধারা জারি

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে ইয়াসের খান চৌধুরীকে আহ্বায়ক ঘোষণার পর থেকেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিল পদবঞ্চিত একটি পক্ষ। বুধবার সন্ধ্যায় নান্দাইল পৌর সদরের শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেয় আহ্বায়ক কমিটি। অন্যদিকে, একই সময়ে ওই স্থানেই ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।

বিকেল ৪টার পর দুই পক্ষের উত্তেজনার একপর্যায়ে ইটপাটকেল ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এসময় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মফিজুর রহমান রতন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন ফেরদৌস, যুবদল নেতা আবু হুরায়রাসহ অন্তত ১০ জন আহত হন। লাদেন মিয়া নামের এক যুবদল নেতাকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০, ১৪৪ ধারা জারি

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ডাকঘর নিউজকে বলেন, একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শোনা গেছে। সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের সর্বশেষ