এপ্রিল ২৯, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা পালালেও দোসররা বহাল : শফিকুর রহমানের হুঁশিয়ারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থনে আওয়ামী ফ্যাসিস্ট শাসনের পতন হলেও দেশে এখনো ফ্যাসিবাদী সিস্টেম রয়ে গেছে। এই সিস্টেম অটুট থাকলে জাতির ঘাড়ে আবারও ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়া হবে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট অপশাসনের বিচার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, “হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রাষ্ট্রযন্ত্রের সর্বস্তরে এখনো বহাল তবিয়তে আছে।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছিল। বাকস্বাধীনতা হরণ করে, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালিয়ে তারা জাতিকে অবরুদ্ধ করেছিল। বিশেষ করে জামায়াতের ওপর চালানো হয় নির্মম নির্যাতন। ১১ জন শীর্ষ নেতাকে ‘জুডিসিয়াল কিলিং’-এর মাধ্যমে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ হবে কুরআনের আলোকে গড়া একটি কল্যাণমুখী রাষ্ট্র, যেখানে কারও ওপর কোনো প্রকার অনধিকার চর্চা থাকবে না। যুবসমাজকে আত্মপরিচয় ও আত্মমর্যাদায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার শপথ নিতে আহ্বান জানান তিনি।

তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থানমুখী করা হবে, যেন সার্টিফিকেট হাতে বেকার থাকতে না হয়। নারী-পুরুষ সবাই সমানভাবে রাষ্ট্রীয় উন্নয়নে অবদান রাখতে পারবে বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান মর্যাদার অধিকার ভোগ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে।

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের টিম সদস্য আব্দুর রশিদ, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির অধ্যাপক ডা. খায়রুল আনাম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা আমির মাস্টার মোখলেছুর রহমান।

এই বিভাগের সর্বশেষ