ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কিসমত ভৈষা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১) ও জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন (৯)।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে তাজরিন ও জান্নাতুনসহ ৮-৯ জন শিশু বাড়ির পাশের খলিলের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় তাজরিন ও জান্নাতুন পুকুরের গভীরে তলিয়ে যায়। তাদের সহপাঠীরা বাড়িতে খবর দিলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, মৃত তাজরিন হরিপুর উপজেলার বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল এবং জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন-“পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তারা সাঁতার জানত না। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কিশোরী বয়সে প্রাণ হারানো দুই ফুলের অকাল ঝরে যাওয়া যেন কেউ মেনে নিতে পারছেন না। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।