এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর কবল থেকে ৩৩ জেলে উদ্ধার, কোস্ট গার্ডের সাহসী অভিযান

সুন্দরবনের পশ্চিমাঞ্চলে বনদস্যু করিম শরীফ বাহিনীর গোপন আস্তানা থেকে ৬ নারীসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গহীন জঙ্গলে অপহৃতদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়েছিল এবং প্রত্যেকের মুক্তিপণ চাওয়া হয়েছিল ১০ হাজার টাকা করে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান। তিনি বলেন, খুলনার কয়রা থানার বাসিন্দা এসব জেলে সরকারি অনুমতি (পাস-পারমিট) নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। কিন্তু সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অবস্থান নেওয়া করিম শরীফ বাহিনী তাদের একের পর এক অপহরণ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত টানা অভিযান চালায় কোস্ট গার্ডের সদস্যরা। অভিযানের সময় দস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে বনের গহীনে খুঁজে পাওয়া যায় ৩৩ জন জেলে ও ১৬টি নৌকা।

উদ্ধারকৃতদের কোস্ট গার্ড স্টেশন কয়রাতে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়। কোস্ট গার্ড জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে নৌকাসহ হস্তান্তর করা হবে।

এদিকে, দস্যুদের দমন ও বন নিরাপত্তা রক্ষায় কোস্ট গার্ডের এই অভিযানকে সাহসী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। জেলেরা জানিয়েছেন, বন বিভাগের অনুমতি নিয়েই তারা কাজ করছিলেন। অথচ দিনের পর দিন বনদস্যুদের অত্যাচারে তারা জীবন-ঝুঁকি নিয়ে পেশা চালিয়ে যাচ্ছেন।

এই বিভাগের সর্বশেষ