এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সামনে বৃষ্টি ভেজা পাঁচদিন: বজ্রসহ বৃষ্টির আভাস সাত বিভাগে

দেশজুড়ে গরমে হাঁসফাঁস অবস্থার মাঝে বৃষ্টির স্বস্তি নিয়ে আসতে চলেছে আকাশ। আগামী পাঁচদিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় সাতটি বিভাগে বজ্রসহ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

রোববার (১৩ এপ্রিল) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

🌩️আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস (১৩ এপ্রিল সকাল ৯টা – ১৪ এপ্রিল সকাল ৯টা):

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বজ্রবৃষ্টি হতে পারে।
অন্যদিকে চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

☁️১৪ এপ্রিল (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:

একই সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
তাপমাত্রা সামান্য কমতে পারে।

🌦️১৫ এপ্রিল (মঙ্গলবার):

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে।

🌧️১৬ এপ্রিল (বুধবার):

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং
রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা।

তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

🌩️১৭ এপ্রিল (বৃহস্পতিবার):

দেশজুড়ে আবারও সক্রিয় হয়ে উঠবে বৃষ্টির ধারা।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে।

তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে গরমের মাঝে কিছুটা স্বস্তি এনে দিতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি। যদিও চট্টগ্রাম ও আশপাশের এলাকায় তাপপ্রবাহ কিছুটা স্থায়ী হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় মাঠে কাজ করা কৃষক ও খোলা জায়গায় অবস্থানকারী সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই বিভাগের সর্বশেষ