বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ব্যবহৃত লোগো পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন মনোগ্রামে যুক্ত হয়েছে জাতীয় গর্বের প্রতীক শাপলা ফুল, ধান ও গমের শীষ, এবং পাটপাতা— যা দেশের ঐতিহ্য ও পরিচয় বহন করে।
নতুন লোগোর সর্বোচ্চ অংশে উজ্জ্বলভাবে লেখা থাকবে ‘পুলিশ’— যা বাহিনীর কর্তৃত্ব, দায়িত্ববোধ ও পরিচয়কে দৃঢ়ভাবে তুলে ধরবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগম স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, “বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন মনোগ্রাম চূড়ান্ত করা হয়েছে এবং এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেছে। এখন শুধুমাত্র প্রজ্ঞাপন জারির অপেক্ষা।”
প্রজ্ঞাপন জারির পরপরই, পুলিশ বাহিনীর সব ইউনিট, জেলা অফিস, ইউনিফর্ম, অফিসিয়াল পতাকা, সাইনবোর্ড, স্টিকারসহ সব ধরনের সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
পুলিশ সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।
নতুন লোগোতে বাংলাদেশের ঐতিহ্য, কৃষিভিত্তিক পরিচয় এবং আধুনিক রাষ্ট্রের চেতনাকে একত্রে ফুটিয়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। এই পরিবর্তন শুধু বাহিনীর পরিচয় নয়, বরং দেশের প্রতি দায়িত্ববোধের প্রতীক হিসেবেও দেখছে সংশ্লিষ্টরা।