এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস- ২০২৫ উদযাপন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন, মেহেরপুর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি এবং শহিদ স্মৃতিসৌধ ও গণকবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

মেহেরপুর জেলা স্টেডিয়ামে মেহেরপুর জেলা পুলিশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনী ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন, জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সিফাত মেহনাজ। সকল কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানো হয়।

এই বিভাগের সর্বশেষ