এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাবাকে হত্যা করার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলেরও মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে মকবুল হোসেন মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি ছেলের হামলায় নিহত হয়েছেন। ঘটনার পর পালানোর চেষ্টা করার সময় ছেলে রুবেল মোল্লা (৩৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মকবুল হোসেন মোল্লার দুই বিয়ে করেন। প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। বড় ছেলে রুবেলের সঙ্গে নানা বিষয়ে তার মতবিরোধ হতো।

রোববার সন্ধ্যায় বাগবিতণ্ডার একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবা মকবুল হোসেনকে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর পালানোর সময় রুবেল হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুবেলের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

এই বিভাগের সর্বশেষ