এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে র‍্যাব-৫ এর অভিযান : ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্টাডলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার পাহাড়পুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন–
🔹 মো. আসাদুল ইসলাম (৫২), পিতা মো. বাবুল মন্ডল, গ্রাম: বিশপাড়া, থানা: বদলগাছী, জেলা: নওগাঁ।
🔹 মো. আব্দুল মজিদ হিরা (৪৭), পিতা: মৃত আক্কাজ আলী সর্দার, গ্রাম: চৌধুরীপাড়া, থানা: আক্কেলপুর, জেলা: জয়পুরহাট।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা ১৭ মিনিটে র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও আশপাশের জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং একপর্যায়ে সফলভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

অভিযানের সময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়:
✅ ৫০ পিস ইয়াবা
✅ ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট
✅ মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন
✅ নগদ ৮,৮০০ টাকা
✅ ১টি মোটরসাইকেল

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান।

র‍্যাব-৫ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সর্বশেষ