নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গোডাউন এবং গেঞ্জির কাপড়ের ছাপাখানা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায়, ফতুল্লার সস্তাপুর এলাকার হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের মালিকানাধীন জুটের গোডাউনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ গোডাউন থেকে প্রচণ্ড আগুনের শিখা আকাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দ্রুত আগুন পাশের এমরান মিয়ার গেঞ্জির কাপড়ের ছাপাখানায় ছড়িয়ে পড়ে, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পরে তারা জরুরি ভিত্তিতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার টানা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান,
“দুটি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।”
এ ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে বিস্তারিত তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।