রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান প্রয়াত জয়নুল হক সিকদার পরিবারের ১০০ একর জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আদালতে জমি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
দুদকের আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অনুসন্ধানে জানা যায়, পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরে ১০০ একর জমিতে ১০০ থেকে ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের জন্য রন হক সিকদারের মালিকানাধীন ‘পাওয়ার প্যাক হোল্ডিং লিমিটেড’–এর নামে সাময়িক বরাদ্দ দেওয়া হয়েছিল।
দুদক জানায়, পাতানো নিলামের মাধ্যমে একরপ্রতি মূল্য মাত্র ৩০ কোটি ২৫ লাখ ১০০ টাকা নির্ধারণ করা হয়, যেখানে প্রকৃত বাজার মূল্য ছিল প্রায় ৫০ কোটি টাকা। অর্থাৎ আনুমানিক ৫ হাজার কোটি টাকার সম্পত্তি মাত্র ৩ হাজার কোটি টাকায় বরাদ্দ দেওয়া হয়।
এছাড়া, জমি পরিদর্শন ও নথি বিশ্লেষণে জানা যায়, ২৭০ কোটি টাকার এককিস্তি পরিশোধের মাধ্যমে সিকদার গ্রুপ জমি ঘিরে নিজস্ব নিরাপত্তা বলয়ের মাধ্যমে দখলে নেয় এবং রাজউকের অনুমোদন ছাড়াই তিনতলা একটি ভবন নির্মাণ করে।
আরও অভিযোগ রয়েছে, উন্নয়ন কাজের নামে ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে রাজধানীর কারওয়ান বাজার শাখার মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ১১০ কোটি টাকার ঋণ সংগ্রহ করে অর্থ স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জয়নুল হক সিকদার মারা যান। এর আগে ২০২৪ সালের এপ্রিলে তার দুই ছেলে, রন হক সিকদার ও রিক হক সিকদারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে দুদক দুটি মামলা দায়ের করে।