এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহীদ আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বারোকান্দি সড়কের আটাপুর ইউনিয়নের উচাই বাজারের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন দুর্ঘটনার বিষয়টি ডাকঘর নিউজকে নিশ্চিত করেছেন।

নিহত শহীদ আলম নওগাঁর মহাদেবপুর উপজেলার লক্ষীপুর মনির বাজার এলাকার আতাউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা ডাকঘর নিউজকে জানান, শহীদ আলম পাঁচবিবি থেকে মোটরসাইকেলে করে বারোকান্দির দিকে যাচ্ছিলেন। পথে উচাই বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের সর্বশেষ