বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নওগাঁর ধামইরহাটে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. জেসমিন আক্তার। তিনি বলেন-
“নববর্ষের আনন্দ শুধু বিনোদন নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন। এই আয়োজনে সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে যেন সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।”
সভায় নববর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে, র্যালি, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাস্তা ও প্রাঙ্গণ সজ্জাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয়, পহেলা বৈশাখ উদযাপন হবে বর্ণাঢ্য র্যালি, ঐতিহ্যবাহী খাবার, লোকজ সাংস্কৃতিক পরিবেশনা ও শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রাণবন্ত এক উৎসবের মাধ্যমে।
নববর্ষের এই আয়োজন সফল করতে উপজেলা প্রশাসন, বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।