ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার বাংলা নববর্ষ উদযাপন করলেন ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে। বর্ণিল সাজে নিজেদের ফটোশুটের দুটি ছবি শেয়ার করেছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে মা-ছেলের প্রাণবন্ত উপস্থিতি মন জয় করেছে নেটিজেনদের।
ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর সহানুভূতির উজ্জ্বল উদাহরণ — শুভ নববর্ষ ১৪৩২।’ তার এই বার্তায় উঠে এসেছে সমাজের প্রতি ইতিবাচক মনোভাব ও সহমর্মিতার আহ্বান।
প্রসঙ্গত, বাংলা নববর্ষ ঘিরে রাজধানীজুড়ে চলে নানা আয়োজনে রঙের উৎসব। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। সেখানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেখা যায় প্রতীকী পতাকা ও তরমুজের মোটিফ। এবারকার শোভাযাত্রার মূল থিম ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়া শোভাযাত্রায় স্থান পায় পায়রা, বাঘ, মাছ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-সহ মোট ২১টি শিল্পকর্ম।
জনপ্রিয় এই অভিনেত্রীর নববর্ষ উদযাপন এবং মানবিক বার্তা সামাজিক মাধ্যমে ইতিবাচক আলোড়ন তুলেছে। অনেকেই মন্তব্য করছেন— এভাবেই তারকা ব্যক্তিত্বদের মানবিক বার্তাগুলো সমাজে ছড়িয়ে পড়ুক।