এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষে ছেলের সঙ্গে অপু বিশ্বাসের বর্ণিল উদযাপন, জানালেন সহানুভূতির বার্তা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এবার বাংলা নববর্ষ উদযাপন করলেন ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে। বর্ণিল সাজে নিজেদের ফটোশুটের দুটি ছবি শেয়ার করেছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে মা-ছেলের প্রাণবন্ত উপস্থিতি মন জয় করেছে নেটিজেনদের।

ছবির ক্যাপশনে অপু লেখেন, ‘নতুন বছরে হোক মানুষের প্রতি সম্মান আর সহানুভূতির উজ্জ্বল উদাহরণ — শুভ নববর্ষ ১৪৩২।’ তার এই বার্তায় উঠে এসেছে সমাজের প্রতি ইতিবাচক মনোভাব ও সহমর্মিতার আহ্বান।

প্রসঙ্গত, বাংলা নববর্ষ ঘিরে রাজধানীজুড়ে চলে নানা আয়োজনে রঙের উৎসব। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। সেখানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেখা যায় প্রতীকী পতাকা ও তরমুজের মোটিফ। এবারকার শোভাযাত্রার মূল থিম ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়া শোভাযাত্রায় স্থান পায় পায়রা, বাঘ, মাছ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-সহ মোট ২১টি শিল্পকর্ম।

জনপ্রিয় এই অভিনেত্রীর নববর্ষ উদযাপন এবং মানবিক বার্তা সামাজিক মাধ্যমে ইতিবাচক আলোড়ন তুলেছে। অনেকেই মন্তব্য করছেন— এভাবেই তারকা ব্যক্তিত্বদের মানবিক বার্তাগুলো সমাজে ছড়িয়ে পড়ুক।

এই বিভাগের সর্বশেষ