এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৯ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ‘AWD প্রযুক্তি’র মাঠ পর্যায়ের প্রদর্শনী ও কৃষকদের টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর ব্লকের বুজরুক মাঠে AWD (Alternate Wetting and Drying) প্রযুক্তি বিষয়ক ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

👨‍🌾 কৃষকদের সামনে টেকসই প্রযুক্তির নতুন দিগন্ত

প্রায় ৫০ জন কৃষক ও কৃষানিকে নিয়ে আয়োজিত এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. মুজিবর রহমান।
তিনি বলেন,

“ধান চাষে পানি সাশ্রয় এখন সময়ের দাবি। ভূগর্ভস্থ পানির স্তর যেভাবে নিচে নেমে যাচ্ছে, সেখানে AWD প্রযুক্তির ব্যবহার অত্যন্ত যৌক্তিক। এ প্রযুক্তিতে কমপক্ষে ৩-৪টি সেচ কম লাগে, ফলে পানি সাশ্রয় হয় ও খরচ কমে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফসিয়া জাহান। তিনি বলেন-

“AWD একটি কার্যকর পানি-সাশ্রয়ী প্রযুক্তি। এর মাধ্যমে ধানে ভালো ফলন পাওয়া যায় এবং উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমে।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার জনাব মো. মাসুদ পারভেজ, যিনি AWD প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

উক্ত ফিল্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামটি পরিচালনা করেন হরিপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. ইনসান আলী। তিনি মাঠে উপস্থিত কৃষকদের হাতে-কলমে AWD প্রযুক্তির ব্যবহার, এর সুফল ও প্রয়োগ পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

AWD প্রযুক্তির মাধ্যমে একদিকে যেমন ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা সম্ভব, অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ কমিয়ে লাভ বাড়ানো যাবে। এই প্রযুক্তির সফল বাস্তবায়নের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থার দিকে আরও এক ধাপ অগ্রসর হলো জয়পুরহাট।

এই বিভাগের সর্বশেষ