জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন—
-
মো. সাগর আহমেদ (৩০), পিতা: তৈয়ব সরকার, গ্রাম: কালিকাপুর, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
-
মোহাম্মদ ইমরান হোসেন (২৯), পিতা: গোলাম মোস্তফা, গ্রাম: জগত সিংহপুর, থানা ও জেলা: নওগাঁ।
জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জয়পুরহাটসহ আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন।
ভুক্তভোগী এক দোকানদার ডাকঘর নিউজকে জানান-
“তারা আমার দোকানে ঢুকে কাগজপত্র দেখতে চান এবং এক পর্যায়ে চাঁদার দাবিতে চাপ দেন। আমি ভয় পেয়ে গেলে পার্শ্ববর্তী দোকানদাররা এগিয়ে এসে তাদের ধরে ফেলে এবং থানায় সোপর্দ করে।”
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ডাকঘর নিউজকে জানান-
“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজন ভুয়া ডিবি পুলিশ সেজে থাকা প্রতারককে আটক করি। পরবর্তীতে তাদের জয়পুরহাট ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে একই কায়দায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে আসছিল। তবে এবার সচেতন ব্যবসায়ীদের তৎপরতায় তারা ধরা পড়েছে।