এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে স্বামীর প্রবাসযাত্রার ১২ দিনের মাথায় গৃহবধূর আত্মহত্যা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় স্বামী সৌদি আরবে যাওয়ার মাত্র ১২ দিনের মাথায় মিনারা বেগম (২২) নামে এক গৃহবধূর মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পৌরসভার কুষ্টিয়া গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারা বেগম কালিহাতী উপজেলার কুষ্টিয়া গ্রামের সুজন মিয়া বাবুর স্ত্রী। মাত্র কয়েকদিন আগে, ৭ এপ্রিল, জীবিকার তাগিদে সুজন মিয়া সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। স্বামী প্রবাসে যাওয়ার শোক বা মানসিক চাপে ভেঙে পড়ে মিনারা। শেষমেশ শনিবার নিজের বসতঘরের ছাদের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মঘাতী হন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ডাকঘর নিউজকে জানান-

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মিনারার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।

এদিকে, এ মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এই বিভাগের সর্বশেষ