এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কেন্দ্র স্থাপন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল ২০২৫) সকাল থেকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই সহায়তা কেন্দ্র কার্যক্রম শুরু হয়।
প্রচণ্ড রৌদ্র ও তীব্র গরম থেকে অভিভাবকদের সুরক্ষায় সেখানে স্থাপন করা হয়েছে প্যান্ডেল। বৈদ্যুতিক পাখা, বিশুদ্ধ পানি, স্যালাইন ও ফলমূল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যাতে অপেক্ষমাণ অভিভাবকরা স্বস্তিতে পরীক্ষার সময় সন্তানদের পাশে থাকতে পারেন।
সহায়তা কেন্দ্রটি পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাজন, দপ্তর সম্পাদক মো. লিজন আলী, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল ইসলাম, ছাত্রদল নেতা সুরুজ বিশ্বাস, আনোয়ার হোসেন পাপ্পু, সম্রাটসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, ‘এটি সম্পূর্ণ মানবিক সহায়তা। আমাদের উদ্দেশ্য পরীক্ষার্থীদের অভিভাবকদের একটু স্বস্তি দেওয়া, যাতে তারা ক্লান্তি ও গরমের কষ্ট কিছুটা ভুলে সন্তানদের সাফল্যের জন্য মনোযোগী হতে পারেন।’
এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা বলেন, ‘গরমের মধ্যে এই সহায়তা আমাদের অনেক স্বস্তি দিয়েছে। মেহেরপুর জেলা ছাত্রদলের প্রতি আমরা কৃতজ্ঞ।’