এপ্রিল ২৯, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি নেতা হান্নানের ওপর হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই হামলার ঘটনা ঘটে। হান্নানের অভিযোগ, স্থানীয় বিএনপির নামধারী কিছু লোকের নেতৃত্বে হামলা হয়।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক জাহাজমারা বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন হান্নানসহ দলের নেতাকর্মীরা।

জানা যায়, উপজেলার জাহাজমারা বাজারে জাতীয় নাগরিক পার্টির পথসভা চলছিল। অন্যদিকে সোনাদিয়া ইউনিয়নের সেকু মার্কেটে কৃষক দলের এক ইফতার মাহফিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে জাহাজমারা বাজারে প্রতিবাদ মিছিল বের করে বিএনপি। এ সময় হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ ডাকঘর নিউজকে জানান, সন্ধ্যার পর তাদের পূর্বনির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথাসময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেয়। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন ইউছুফ।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান ডাকঘর নিউজকে বলেন, সন্ধ্যার আগে কৃষক দলের একটি ইফতার মাহফিলে উপজেলা কৃষক দলের আহ্বায়ক অব্দুর রবকে কুপিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এক মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্বদিকে গেলে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা ডাকঘর নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড মোতায়েন রয়েছে।

এই বিভাগের সর্বশেষ