দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, “উপদেষ্টাদের এপিএস ও পিও’র বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুদকের নজরে এসেছে। দুদক আইনের আওতায় প্রয়োজনীয় গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। যথাযথ প্রক্রিয়ায় তদন্ত হবে এবং দ্রুত অগ্রগতি জানা যাবে।”
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে যুব অধিকার পরিষদের নেতৃত্বে একটি মিছিল ‘মার্চ টু দুদক’ কর্মসূচির অংশ হিসেবে দুদক কার্যালয়ে আসে। সংগঠনের প্রতিনিধিদল এপিএস ও পিও’র দুর্নীতির অভিযোগের দ্রুত অনুসন্ধানের দাবিতে দুদকে একটি স্মারকলিপি জমা দেয়।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে এবং এরও আগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অব্যাহতি দেওয়া হয়। জানা যায়, উপদেষ্টাদের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি কার্যকর হলেও তা প্রজ্ঞাপন জারি হতে কিছুটা সময় লেগেছে।
দুদক মহাপরিচালক আরও জানান, “কমিশন এ ধরনের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। যেকোনো অনিয়ম বা দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণে দুদক সর্বদা প্রস্তুত।”