সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত “গণসংযোগ পক্ষ-২০২৫” কর্মসূচির অংশ হিসেবে একটি দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ এপ্রিল (বুধবার) মাগরিবের নামাজের পর কুশখালী বাজারে অনুষ্ঠিত এই দাওয়াতী সভায় সভাপতিত্ব করেন ০২ নম্বর কুশখালী ইউনিয়ন জামায়াতের আমীর ক্বারী গোলাম রসুল শাহী। সভা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মাওলানা মো. আনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মাওলানা ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সদর উপজেলার সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাৎ হুসাইন, সদর উপজেলা আমীর ও ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন এবং বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহীদ হাসান।
দাওয়াতী আলোচনায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক মূল্যবোধ, নৈতিকতা এবং সামাজিক জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। সভার শেষ পর্বে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় এবং নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়ে অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।